
স্বপ্নকে সত্যি করার পথে তরুণ মডেল সেলিম
পুরো নাম কামরুল হাসান সেলিম, উচ্চতা ৫’১১.৫”- মিডিয়ায় পথ চলা শুরু থেকে
সেলিম নামে সবার কাছে তরুণ এই প্রতিভাবা মডেল পরিচিত। শুরুটা হয় ২০১২ সালের প্রথম দিকে ফটোগ্রাফার আশিষ সেন গুপ্তর প্রোটফোলিও দিয়ে। এরপর শ্রদ্ধেয় চঞ্চল মাহমুদ ও তোফিক অপু ( বিগ এ কমিউনিকেশনের কর্নধার ) হাত ধরে কাজ করছেন। এরপর আর পিছনে তাকাতে হয় নি। একে একে কাজ করেছেন… কাপড় ই বাংলা, নিত্য উপহার, ডিমান্ড, লন্ঠন, বিন্দু, আরবান বাংলা,টপটেন, ইনফিনিটি,ভিসা,আরশি,সাদা কালো,বেল, ফানুশ, হাউজের কাজ করেছেন।
এছাড়া তানিন ফার্নিচার ও নর্থ ইন্ড কফির কাজ করেছেন।
ফ্যাশন হাউস ছাড়াও মুলত কাজ করেন র্যাম্প মডেল হিসেবে। এ পর্যন্ত সে সালমান শাহ স্মৃতি পরিষদ আয়োজিত শো,জাগো বাংলা শো,এ্যাওয়ার্ড শো, বিগ এ কিমিউনিকেশন আয়োজিত সব শো করেছেন।
নিয়মিত বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলো যুগান্তর, জনকণ্ঠ, সমকাল কাজ করছেন।
বিজ্ঞাপনের দিক থেকে… গ্রান্ড চয়েজ বিস্কুট, এলজি বাটারফ্লাই।
দেশ টিভিতে ফ্যাশন প্রোগ্রাম স্ট্যাইল ও ফ্যাশন এবং চ্যানেল আইতে তুতুলের পুতুল নাটকে অনেক সাড়া পেয়েছেন। নাটক… তুতুলের পুতুল, বিরম্ভনা।
মিডিয়ায় কাজ ছাড়াও সে গ্রাজুয়েশন শেষ করে এখন মাস্টার্স ফাইলান ইয়ারে পড়াশুনা করছেন। পড়াশুনার পাশাপাশি একটি কম্পানীতে এইচআর এডমিন হিসেবে কর্মরত আছেন।