আওয়ামী লীগের ২৩৫ মেয়র প্রার্থী চুড়ান্ত
আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে ২৩৫জন দলীয় মেয়র প্রার্থীর নাম চুড়ান্ত করেছে আওয়ামী লীগ।তবে মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করার কথা থাকলেও পরে সিদ্ধান্ত হয়, সরাসরি প্রার্থীদের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হবে।
এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে পৌরসভা নির্বাচনে প্রার্থীদের দলীয় মনোনয়ন ঠিক করতে সংসদীয় বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতীক বরাদ্দের চিঠিতে স্বাক্ষর করেন বলে জানিয়েছে বাসস।
কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে আওয়ামী লীগের জেলা, উপজেলা ও পৌর-শহর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে মেয়র প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের মতামতও নিয়েছেন টিম নেতারা।
আগামী ৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর রোববার।