বাংলাদেশ খাদি ফেস্টিভাল — বিবি শূন্য

বাংলাদেশ খাদি ফেস্টিভাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বাংলাদেশ থেকে ১৮ জন ডিজাইনার ও কলকাতার ৬ জন ডিজাইনার । বাংলাদেশী ডিজাইনাররা হলেন – মাহিন খান, কুহু, এমদাদ হক, চন্দনা দেওয়ান, লিপি খন্দকার, সৈবাল সাহা, বিপ্লব সাহা, মুমু মারিয়া, হেমা, ফারা আনজুম বারি, সাবানা আলী, হুমায়ারা খান , শাহরুক আমিন , তেনজিং চাকমা , ওয়ার্নি, রাকা ফারাদিবা, সামিয়া রফিক।
কলকাতা থেকে আসবেন ডিজাইনার দেবারুণ মুখ্যার্জী, শান্তুনু দাশ, সংয়ুক্তা রায়, পারমিতা ব্যানার্জি, সায়ান্তন সরকার ও রিনি নায়েক।
প্রশ্ন থেকে যাই, বাংলাদেশ ফ্যাশন জগতে আমরা যাকে এক নামে চিনি। ইন্ডিয়া যাকে খাদির উপর কাজের জন্য সম্মান করে থাকে।
সেই বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ফেমাস ডিজাইনার বিবি রাসেল কেন বাংলাদেশ খাদি ফেস্টিভাল এ ছিল না?

বিবি রাসেল খাদি শো ইন ইন্ডিয়া

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories