'মেসেন্যাট সুন্দরী ও অফিসিয়াল শান্তিদূত' নির্বাচিত হলেন আমাদের অবনী

 
‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৬’ প্রতিযোগিতায় এ বছর বাংলাদেশের আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী মুঞ্জারিন মাহবুব অবনী মিস ‘মেসেন্যাট বিউটি’ নির্বাচিত হয়েছেন। এ বছর চীনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৬’ তে তিনি চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে আনতে না পারলেও ৬০ জনের মধ্যে তাঁর অবস্থান হয় ৮ম। একই সাথে তিনি ‘অফিসিয়াল শান্তিদূত’ মনোনীত হয়েছেন। গত ১২ জানুয়ারি চীনের বেইজিং এ প্রতিযোগীতা শুরু হয়। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
 
abonyabony
 
 
 
 
 
 
 
 
চীনে অবস্থানরত অবনী ফ্যাশন টিভি বাংলাকে জানান, আমার ওপর দেশের মানুষের আস্থা ছিল। আমি সেভাবেই চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্য বশত চ্যাম্পিয়নের মুকুট জয় করতে পা্রিনি। তবে দেশের মানুষের ভালোবাসায় অভিভূত হয়েছি। এছাড়া তাঁকে যারা ভোট দিয়ে এগিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
 
 

About Author

Categories