রাজন সাহার সুরে ফাহমিদা নবীর ‘মেঘলা মন’
গত বছর থেকে ১০ টি গানের অ্যালবামের পরিবর্তে সিঙ্গেল ট্রাক প্রকাশ শুরু হয়। হাবীব, বালামসহ বেশ কয়েক জন শিল্পীর পর এবার সেই ধারাবহিকতায় ভালোবাসা দিবসে নতুন একটি সিঙ্গেল ট্র্যাক নিয়ে শ্রোতাদের সামনে উপস্থিত হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।
‘মেঘলা মন’ শিরোনামের গানটি লিখেছেন ডঃ আতিউর রহমান এবং সুর করেছেন রাজন সাহা। এর সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। খুব শিগগিরই শুরু হবে এর মিউজিক ভিডিওর শুটিং। এটি নির্মাণ করবেন চন্দন চৌধুরী।
সিডি চয়েসের ব্যানারে এই একটি গানেই (মিউজিক ভিডিও সহ) প্রকাশিত হবে একটি অ্যালবাম। এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘গানটির কথা এবং সুর আমার ভালো লেগেছে। এখন তো মিউজিক ভিডিওর সময় তাই সিঙ্গেল ট্র্যাকের কদর বাড়ছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।‘
অন্যদিকে সুরকার রাজন সাহা বলেন, ‘গানটিতে ফাহমিদা নবীকে দর্শক-শ্রোতারা ভিন্ন রুপে দেখবে। এখন বাকিটা নির্ভর করছে শ্রোতাদের উপর। আশাকরছি গানটি শুনে শ্রোতারা হতাশ হবেন না।‘