বাংলাদেশের সেরা ১০ টি ফ্যাশন হাউজ

বাংলাদেশের অধিকাংশ মানুষই এখন ফ্যাশনেবল। কারণ বাংলাদেশের সমস্ত ফ্যাশন হাউজ ডিজাইনার ক্রমাগতভাবে কাস্টমারকে নতুন নতুন ডিজাইন দিয়ে যাচ্ছেন। বিভিন্ন মনমুগ্ধকর ডিজাইন দেখে কাস্টমার ও আগ্রহী ফ্যাশন হাউজের পণ্য কেনার জন্য।

বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের ফ্যাশনের চাহিদা পূরণ করার জন্য রয়েছে অসংখ্য ফ্যাশন হাউস বা বুটিক হাউজ। সমস্ত ফ্যাশন হাউজ গুলির বেশিরভাগই ঢাকায় অবস্থিত।

সেরা দশটি ফ্যাশন হাউজ

বাংলাদেশের বিপুল পরিমানের ছোট-বড় ফ্যাশন হাউজ বা বুটিক হাউজ গড়ে উঠেছে। এই ফ্যাশন/বুটিক হাউসগুলোর মধ্যে সেরা দশটি ফ্যাশন/বুটিক হাউজের তালিকা বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে বের করলাম।

  1. আড়ং (Aarong)
  2. কেটস আইস (Cats Eye)
  3. রিচম্যান (Richman)
  4. ইয়েলো (YELLOW)
  5. এক্সট্যাসি (Ecstasy)
  6. রং বাংলাদেশ (Rang Bangladesh)
  7. কে ক্রাফট (Kay Kraf)
  8. দর্জিবাড়ি (Dorjibari)
  9. অঞ্জনস (Anjan’s)
  10. বিবিয়ানা (Bibiana)

আড়ং (Aarong)

অনলাইনে অর্ডার নিয়ে পণ্য দিল না আড়ং, ঈদ আনন্দ - banglanews24.com

আড়ং শুরু হয়েছিল ১৯৭৮ সালে। আড়ং ব্রাক এর অধীনে পরিচালিত একটি বেসরকারি সংস্থা। বাংলাদেশের টপ লেভেল এর ফ্যাশন হাউসগুলো মধ্যে অন্যতম। আড়ং এর পণ্যগুলো গুণগতমান সম্পন্ন। আপনি চাইলে আড়ং এর পোশাক ব্যবহার করতে পারেন।

প্রতিষ্ঠাতা:- আয়েশা আবেদ

ঠিকানা:- আড়ং সেন্টার ৩৪৬, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা – ১২০৮

ফোন :- ৮৮০২৮৮৯১৪০৪

আড়ং এর ওয়েবসাইট দেখতে :- ক্লিক করুন

আড়ং এর গুগল ম্যাপ :- ক্লিক করুন

কেটস আইস (Cats Eye)

Cats Eye - Bashundhara City in the city Dhaka

১৯৮০ সালে কেটস আইস প্রতিষ্ঠিত হয়েছিল। কেটস আইস বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউজ। এটি ট্রেন্ডিং ফ্যাশনের জন্য জনপ্রিয়। বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে পৃথক পৃথক মনমুগ্ধকর ডিজাইন দিয়ে মুগ্ধ করেছে। 

প্রতিষ্ঠাতা:- 

ঠিকানা:- Shop No: 1,2,3,4; 12,13,14, Level- 2, Bashundhara City, Block- D, Dhaka, 1205.

ফোন :- +880 1799000444, +880 1732287393

কেটস আইস এর ওয়েবসাইট দেখতে :- ক্লিক করুন

কেটস আইস এর গুগল ম্যাপ দেখতে :- ক্লিক করুন

রিচম্যান (Richman)

রিচম্যান বাংলাদেশের শীর্ষ ফ্যাশন হাউসগুলোর মধ্যে একটি। বাংলাদেশে এটি পুরুষদের ফ্যাশনের জন্য জনপ্রিয়। দীর্ঘ সময় ধরে তারা পুরুষদেরকে বিভিন্ন ভাবে ফ্যাশনের দিক দিয়ে সাহায্য করছে।

প্রতিষ্ঠাতা :- মোহাম্মদ জুনায়েদ

ঠিকানা :- হোম স্টেড লিংক টাওয়ার, টিএ-৯৯, গুলশান ১২ তলা, ঢাকা – ১২১২

ফোন :- +৮৮০২৯৮৪১৫০৪, +৮৮০২৯৮৬০৬১৪

রিচম্যান এর ওয়েবসাইট দেখতে :- ক্লিক করুন

রিচম্যান এর গুগল ম্যাপ দেখতে :- ক্লিক করুন

ইয়েলো (YELLOW)

Yellow(Dhanmondi Outlet)

২০০৪ সালে বাংলাদেশে ইয়েলো প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ট্রেন্ডেস্ট ফ্যাশন ব্রান্ড, এটি আন্তর্জাতিক মানের ডিজাইন এবং কাপড় তৈরি করে। ইয়েলোর ফ্যাশনেবল পোশাক গুলো সত্যিই মনমুগ্ধকর।

প্রতিষ্ঠাতা :- সালমান এফ রহমান।

ঠিকানা :- Shop- 250, Shezan Point, 2 Indira Road, Farmgate, ঢাকা 1215

ফোন :- ৮৮০১৭৫৪৪৫৫৫৩৩

ইয়েলো এর ওয়েবসাইট দেখতে :- ক্লিক করুন

ইয়েলো এর গুগল ম্যাপ দেখতে :- ক্লিক করুন

এক্সট্যাসি (Ecstasy)

Ecstasy, Dhaka (+880 2-8811145)

এক্সট্যাসি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যান্য ফ্যাশন হাউজের তুলনায় এটি খুবই তাড়াতাড়ি মানুষের মনে জায়গা করে নিয়েছে। এটি বিখ্যাত বাংলাদেশি ফ্যাশন হাউজ। এর পোশাক এবং আনুষঙ্গিক এক্সেসরিজ এর ডিজাইন বাংলাদেশের যুবকদের মধ্যে খুব জনপ্রিয়। 

প্রতিষ্ঠাতা :- তানজিম হক।

ঠিকানা :- H-92, Flat-5a, R-23, Block-A 
Banani, Dhaka-1213

ফোন :- +8801958237701

এক্সট্যাসি এর ওয়েবসাইট দেখতে :- ক্লিক করুন

এক্সট্যাসি এর গুগল ম্যাপ দেখতে :- ক্লিক করুন

রং বাংলাদেশ (Rang Bangladesh)

Rang Bangladesh in Mohammadpur, Dhaka

১৯৯৪ সালে রং বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশের মাঝে বিখ্যাত ফ্যাশন হাউজ। রং বাংলাদেশ ছেলে এবং মেয়েদের ফ্যাশন নিয়ে কাজ করে।

প্রতিষ্ঠাতা :- সৌমিক দাস

ঠিকানা :-  Shoilo Nibas Hossain Ahmed Road Block 2, Police Line, নারায়নগঞ্জ

ফোন :- +৮৮০১৭৭৭৭৪৪৩৪, +৮৮০১৯৮৪৮৮৮৪৪৪

রং বাংলাদেশ এর ওয়েবসাইট দেখতে :- ক্লিক করুন

রং বাংলাদেশ এর গুগল ম্যাপ দেখতে :- ক্লিক করুন

কে ক্রাফট (Kay Kraf)

Find your favourite fashion clothing from famous Bangladeshi fashion house Kay  Kraft - NogorPolli (নগর পল্লী) No#1 High Quality Brand's Collection in  Jhenaidah

কে ক্রাফট প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৩ সালে, ধীরে ধীরে মানুষের মন জয় করে বর্তমানে বাংলাদেশের শীর্ষ ফ্যাশন হাউজের তালিকায় রয়েছে। এটি মহিলা পুরুষ এবং বাচ্চাদের জন্য পোশাক তৈরি করে।

প্রতিষ্ঠাতা :- খালিদ মাহমুদ ও শাহনাজ খান

ঠিকানা :-  House -1/A, Road-13 (New), Mirpur road, Dhanmondi R/A, Dhaka 1205,Bangladesh.

ফোন :-+৮৮০২৯৮৭২৪২৭

কে ক্রাফট এর ওয়েবসাইট দেখতে :- ক্লিক করুন

কে ক্রাফট এর গুগল ম্যাপ দেখতে :- ক্লিক করুন

দর্জিবাড়ি (Dorjibari)

DB-03 (North Tower, Uttara)

দর্জিবারি ও বাংলাদেশের মধ্যে বিখ্যাত ফ্যাশন হাউজ। 2007 সালে বাংলাদেশের এটি প্রতিষ্ঠা করে মোঃ ফজলুর রহমান। এর বেশিরভাগ পণ্য বিদেশে রপ্তানি হয়ে থাকে। বাংলাদেশের শীর্ষস্থানীয় নির্মাতাদের মধ্যে তারা পদার্পণ করেছে। দর্জিবারি পুরুষ মহিলা এবং বাচ্চাদের জন্য ফ্যাশনেবল পোশাক তৈরি করে।

নির্মাতা :- মোঃ ফজলুর রহমান

ঠিকানা :- Ambia Tower (5th Floor), 4/1m Simson Road, Sadarghat, ,Dhaka -1100

ফোন :- 01708-449677

দর্জিবাড়ি এর ওয়েবসাইট দেখতে :- ক্লিক করুন

দর্জিবাড়ি এর গুগল ম্যাপ দেখতে :- ক্লিক করুন। 

অঞ্জনস(Anjan’s)

বর্তমানে অঞ্জনস বাংলাদেশের একটি বিখ্যাত ফ্যাশন হাউজ। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ইয়াং জেনারেশন দের মধ্যে অঞ্জনস এর পোশাকের চাহিদা অনেক বেশি। এই প্রতিষ্ঠানটি পুরুষ এবং মহিলাদের ফ্যাশন নিয়ে কাজ করে।

প্রতিষ্ঠাতা :- শাহীন আহমেদ

ঠিকানা :- 34/B Malibagh Chowdhury Para Khan Villa, Dhaka – 1219, Bangladesh.

ফোন :- +8802-48315903, +8802-48320119,+8802-58317754

অঞ্জনস এর ওয়েবসাইট দেখতে :- ক্লিক করুন

অঞ্জনস এর গুগল ম্যাপ দেখতে :- ক্লিক করুন

বিবিয়ানা (Bibiana)

BEST FASHION HOUSE IN BANGLADESH

২০০১ এক সালে বিবিয়ানা প্রতিষ্ঠিত হয়। বিবিয়ানা তার সূক্ষ্ম কাজ এবং ঐতিহ্যবাহী পোশাকে দিয়ে বাংলাদেশের মানুষকে মনমুগ্ধকর করেছে। বর্তমানে বিবিয়ানা সেরা ফ্যাশন হাউসগুলোর মধ্যে একটি। এই ফ্যাশন হাউসটি পুরুষ, মহিলা এবং বাচ্চাদের ট্রেডিশনাল ঐতিহ্যবাহী পোশাক নিয়ে কাজ করে।

প্রতিষ্ঠাতা :- লিপি খন্দকার

ঠিকানা :- মিরপুর সড়ক, ঢাকা 1216

ফোন :- 01775924269

বিবিয়ানাএর গুগল ম্যাপ দেখতে দেখতে :- ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories