দেশজ বুননে শৈল্পিক নকশার আধুনিক উপস্থাপন পোশাকে নকশী বুনন

“নকশী বুনন” মানে শতভাগ দেশজ বুননে শৈল্পিক নকশার আধুনিক উপস্থাপন। ঈদ-উল-আজহা উপলক্ষে পোশাকের নতুন সংগ্রহ নিয়ে ‘নকশী বুনন’ সকল আউটলেটের কার্যক্রম শুরু হয়েছে। কোভিড ১৯-র এই প্রাদুর্ভাবের সময়, সকল স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা বজায় রেখে সব আউটলেট থেকে পাওয়া যাচ্ছে ঈদের পোশাকের নতুন সংগ্রহ।

এছাড়াও সকল স্বাস্থ্য নিরাপত্তা মেনে ঢাকাসহ সারা দেশে অনলাইনের মাধ্যমে তথা ‘নকশী বুনন’-এর সামাজিক যোগাযোগ মাধ্যমেও থেকে পণ্য অর্ডার করলেই গ্রাহকের কাছে পৌঁছে যাবে ঈদের পছন্দের পোশাক।

এবারের ঈদ আয়োজনে থাকছে নান্দনিক ডিজাইনের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, কুর্তি, টপস, কুশন কাভার, নকশিকাঁথা প্রভৃতি।

মডেল – জারিন, পোশাক- নকশী বুনন

ছবি – হৃদয়

হাছিবুর রহমান /ফ্যাশন বাংলা টিভি

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories