বেইজক্যাম্প গ্রামার স্কুলে ভার্চুয়াল প্রতিযোগিতা
বিশ্বে এই প্রথমবারের মতো বেইজক্যাম্প গ্রামার স্কুল আয়োজন করেছে ‘যেমন খুশি তেমন সাজো’র অনলাইন প্রতিযোগিতা। নান্দনিক সাজে শিক্ষার্থীরা হাজির হয়েছিল অনলাইন প্ল্যাটফর্মে। কেউ সেজেছে ডাক্তার, কেউ হ্যান্ড স্যানিটাইজার, কেউ বা কলা গাছ, আবার কেউ সেজেছে মালালা ইউসুফ জাই। বিষয়বস্তু নির্ধারণ ও সাজসজ্জার বর্ণনার ওপর পুরস্কৃত করা হয় প্রতিযোগীদের। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীরা স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে পুরস্কার বুঝে নেয়।