বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের নতুন নির্বাচিত কমিটি

শাওন রহমানঃ বাংলাদেশ স্কাউটস এর আওতাধীন ঢাকা জেলা রোভার স্কাউটস এর ২০ তম বার্ষিক ( ত্রি বার্ষিক) সভা এবং নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় ২৮ নবেম্বর ২০২০। নির্বাচনে ঢাকা জেলা রোভারের কমিশনার এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হন যথাক্রমে প্রফেসর এনামুল হক খান (এলটি), ও সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন সহযোগী অধ্যাপক ফরিদা ইয়াসমিন। সহ সভাপতি পদে নির্বাচিত হন মো: গোলাম ওয়াদুদ সহ পাঁচ জন। ঢাকা কলেজের অডিটোরিয়ামে রোভার স্কাউটস কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন তারা। পুরো নির্বাচন তত্বাবধান করে ঢাকা জেলার প্রশাসক জনাব শহীদুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো: মমিন উদ্দিন। বিকেল পাঁচটা নাগাদ নির্বাচনের ফল ঘোষনা করে নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান তারা, দায়িত্বভার বুঝে নিতে নির্দেশ জারি করেন। বার্ষিক সভার সভাপতিত্ব করেন ঢাকা জেলার প্রশাসক জনাব শহীদুল ইসলাম। পদাধিকার বলে ঢাকা জেলার প্রশাসক ঢাকা জেলা রোভার স্কাউটস এর সভাপতি হয়ে থাকেন।
ছবি ; সম্পাদক : সৈয়দ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ ফরিদা ইয়াসমিন এবং কমিশনার প্রফেসর এনামুল হক খান