শেখ সাদির "কালী আসলাম" কি পারবে ধরষনকারী দের শাস্তি দিতে?

শেখ সাদি’র প্রথম ফিকশন “কালী আসলাম “

গত ২৬ নভেম্বর রঙিন সাম্পান এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে শেখ সাদি’র নতুন ফিকশন “কালী আসলাম”। থ্রিলার ঘরনার এই গল্পে কাজ করেছেন আশিক চৌধুরী, আশরাফুল ইসলাম, হারুন অর রশীদ, সাকিব, শামসুল, হাসান সহ আরো অনেকে।
পরিচালক জানান, আমাদের সমাজে নারী হয়রনি অনেক হচ্ছে, সবাই হয়তো বিচার পায়না, কেউ কেউ তো সাহসের অভাবে বিচার চাইতেই পারে না আবার কেউ হয়তো লজ্জা লুকাতে না পেরে নিজেকে শেষ করে দেয়। আর এই সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কাউকে না কাউকে এগিয়ে আসতে হয়। আর কালী আসলাম হলো সেই ব্যাক্তি যে সবসময় নারী হয়রানীর বিপক্ষে।
অভিনেতা আশিক জানান, কালী আসলাম গল্পে আমি দুইটা ভিন্ন রোলে কাজ করেছি যা আমার জন্য ভিন্ন এক্সপেরিয়েন্স। সবমিলিয়ে কাজটা করে অনেক ভাল লেগেছে। আমি এই গল্পে কিছুটা সুপার হিরো টাইপের একটা রোল প্লে করার সুযোগ পেয়ে আনন্দিত ।
পরিচালকের মতে, সবার অনুপ্রেরণা পেলে হয়তো বাস্তবের কালী আসলাম আপনাদের সামনে আসবে, বাকীটা দেখার অপেক্ষায় আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories