পরীমনির জন্মদিনে লাল-সাদা পোশাক পরীমনি

চিত্রনায়িকা পরীমনি প্রতি বছর জমকালো আয়োজনে তার জন্মদিন উদযাপন করেন। জন্মদিনের আয়োজনে প্রতি বছর একেক রঙের থিম ব্যবহার করেন তিনি। আমন্ত্রিত অতিথিরা সেই রঙের ড্রেসকোড মেনে জন্মদিনের অনুষ্ঠানে আসেন। আগামী ২৪ অক্টোবর তার জন্মদিন।

আজ বুধবার পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এবারের জন্মদিনের অনুষ্ঠানে যারা আসবেন তাদের লাল অথবা সাদা রঙের পোশাক পরে আসতে হবে।’

গত বছর জন্মদিনে ড্রেসকোড সবুজ ছিল বলে জানান তিনি।

পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার শুটিং করছেন। জন্মদিনের পর ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।

এরপর ‘বায়োপিক’ ও ‘মা’ নামের ২টি সিনেমায় শুটিং করবেন। মুক্তির অপেক্ষায় আছে ‘মুখোশ’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের দুটি সিনেমা।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories