দেবাশীষ বিশ্বাসের অপু-বাপ্পি জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২
ক্যারিয়ারে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস ও নায়ক বাপ্পি চৌধুরী। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় সিনেমার নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। আসছে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে দেবাশীষ।
তিনি বলেন, ‘এই সিনেমার কাজ অনেক আগে শেষ হয়েছে। করোনার কারণে পেছানো হয়েছে মুক্তির তারিখও। এবার আর দেরি নয়। আসছে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুর উপলক্ষ্যে মুক্তির চিন্তা করেছি। রোমান্টির ঘরনার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। আশাকরি সব ধরনের দর্শকদের এটি ভালো লাগবে।’
এতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা। সিনেমার প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।