ওটিটি-তে অভিষেক হতে চলেছে বেবোর

সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ওটিটিত পা রাখতে চলেছেন বলিউডের বেবো। প্রায় দু’দশক রূপালি পর্দায় কাজ করা কারিনা কাপুর সুজয় ঘোষের সিনেমা দিয়েই ওটিটিতে প্রবেশ করতে চলেছেন বলে জানা গেছে।

জাপানি সাহিত্যিক কিগো হিগাশিনোর উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে সিনেমা বানাতে চলেছেন ‘কাহানি’ খ্যাত পরিচালক সুজয় ঘোষ। এই সিনেমায় কারিনার সঙ্গে দেখা যাবে বিজয় বর্মা এবং জয়দীপ আলাওয়াতকে।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বেবো। সুজয় ঘোষের এ সিনেমার প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদমাধ্যমের কাছে কারিনা বলেন, নেটমাধ্যমে এটাই তার প্রথম কাজ, আর দ্বিতীয় সন্তানের জন্মের পর এ ছবি দিয়েই আবার অভিনয়ে ফিরছেন কারিনা।

সুজয় ঘোষের কাজের নিজস্ব একটা ধরন আছে, আর সে যা করতে চায় সেই বিষয়ে নিশ্চিত হয়েই কাজটি করেন। পরিচালকের প্রশংসা করতে গিয়ে ঠিক এই কথাগেুলোই বললেন বেবো।

‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ উপন্যাস অবলম্বনে ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এ ছাড়া আগামী ১১ অগস্ট ‘লাল সিং চড্ডা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন বেবো, সঙ্গে থাকছেন আমির খান।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories