দেশীদশ ঈদ ফ্যাশন শো
দেশের অন্যতম দশটি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ দেশীদশ। দেশীয় ফ্যাশন শিল্প যাদের কাজের মূল ভিত্তি। বছরের সবচেয়ে বড় উৎসব রোজা’র ঈদ। করোনা মহামারীর প্রকোপ কমে যাওয়ায় প্রায় ২বছর পর ঈদ মৌসুম বেশ উৎসবমুখর এখন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ সময়কে উপলক্ষ্য করে দেশীদশ তাঁদের ঈদ অয়োজন নিয়ে ঢাকা ক্লাবে আয়োজন করেছিল ঈদ ফ্যাশন শো । ফ্যাশন শো-তে দেশীদশ এর সদস্য প্রতিষ্ঠান নিপুন, কে ক্রাফট, অঞ্জনস্, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি তাঁদের ঈদ আয়োজন ১০টি ফ্যাশন কিউতে নান্দনিকভাবে উপস্থাপন করেন। আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে দেশের শীর্ষস্থানীয় র্যাম্প মডেলরা দেশীদশের ঈদ সংগ্রহ তুলে ধরেন।
শুধুমা্ত্র আমন্ত্রিত অতিথি-মিডিয়া কর্মীদের জন্যে আয়োজিত এই মনোজ্ঞ ফ্যাশন শো’তে উপস্থিত ছিলেন দেশীদশ এর দশটি প্রতিষ্ঠানের উদ্যোক্তারাও। দেশীদশ এর উদ্যোক্তারা ফ্যাশনপ্রেমীদের চাহিদা মেটাতে দেশীয় ফ্যাশন শিল্পের উন্নয়ন ও ঐতিহ্য সমুন্নত রাখার মানসে একসাথে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শো’র শেষে সকলের অংশগ্রহণে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।