ঈদ উপলক্ষে পোশাক প্রদর্শনী ও ফ্যাশন শো

লাইফস্টাইল ব্র্যান্ড ‘কিউরিয়াস’ তাদের ঈদ কালেকশন নিয়ে আয়োজন করেছে ফ্যাশন শো। একই সঙ্গে আর্ট অব গিফট ও ওয়াজিদ আলী শাহ পাঞ্জাবি কালেকশন নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রদর্শনী। বনানীর কিউরিয়াসের ফ্ল্যাগশিপ আউটলেটের গ্যালারি কিউতে এই বিশেষ প্রদর্শনীর উম্মোচন করেন ডেকো লিগ্যাসি গ্রুপের চেয়ারম্যান এম শাহাদাত হোসেন কিরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউরিয়াস লাইফস্টাইলের চেয়ারপারসন নিলুফার হোসেন।

সুতিতে মসলিনের অনুভব লখনৌ ঘরানার স্বকীয়তারই উদাহরণ। জমিনে কারচুপির কৌশলগত সংমিশ্রণে রচিত শায়েরিতে প্রতিফলিত হয়েছে মোহনীয় আলোছায়ার ছন্দময় বিন্যাস। তৈরি করা হয়েছে অনবদ্য টুপি কালেকশন। উৎসব উদযাপনে পাঞ্জাবির যুগল হিসেবে এই টুপিও হয়ে উঠেছে অনবদ্য উপভোগ্য অভিজ্ঞতা। সুক্ষতর সুতি, সিল্ক এবং এন্ডিসিল্ক থেকে মোট চারটি কালেকশানের বৈচিত্রময় রঙ এই সেকশনে প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে ঈদের আগের দিন পর্যন্ত।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories