মানুষের চুলের তৈরি সোয়েটার এল বাজারে, নয়া চমক পোশাক শিল্পে

কী ভাবে আরও নতুন নতুন উপায়ে চমকে দেওয়া যাবে ক্রেতাকে তাই নিয়ে নিত্য ভাবনাচিন্তা করেন বস্ত্রশিল্পীরা।

সাজ পোশাক এখন শুধুই সৌন্দর্য কিংবা আরামে সীমাবদ্ধ নেই। কী ভাবে আরও নতুন নতুন উপায়ে চমকে দেওয়া যাবে ক্রেতাকে তাই নিয়ে নিত্য ভেবে চলেন বস্ত্রশিল্পীরা। এ বার ফ্যাশন দুনিয়ায় নতুন চমক দিলেন নেদারল্যান্ডসের বস্ত্রশিল্পী সোফিয়া কোলার। মানুষের চুল দিয়ে বানিয়ে ফেললেন সোয়েটার।চুলের তৈরি শীতের পোশাক।

চুলের তৈরি শীতের পোশাক।
ছবি: সংগৃহীত


নেদারল্যান্ডসের আমস্টারডাম নিবাসী এই শিল্পী মানুষের ফেলে দেওয়া চুল থেকেই তৈরি করেন হরেক রকমের পোশাক। তাঁর বক্তব্য, কেবল ইউরোপেই প্রতি বছর সাত কোটি কেজির বেশি ওজনের চুল অপচয় হয়। তাই তাঁদের তৈরি বস্ত্র ওই চুলকেই পুনর্ব্যবহার যোগ্য করে তুলতে চায়।


উলের মতোই চুলও তৈরি কেরাটিন তন্তু দিয়ে। আর চুল বিষাক্তও নয়, কাজেই কৃত্রিম তন্তুর তুলনায় এটি অনেক ভাল বিকল্প বলেই মত কোলারের। তাঁর আশা, যেহেতু এর কাঁচামালের অভাব নেই, এটি টেকসই, হালকা ও তাপরোধী। তাই সঠিক ভাবে ব্যবহার করতে পারলে সাজপোশাকের দুনিয়ার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় শীতের পোশাকের ক্ষেত্রেও দারুন একটি বিকল্প হয়ে উঠতে পারে মানুষের চুল। পাশাপাশি এটি পরিবেশ বান্ধবও বটে।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories